শেষ বিদায়ের সময় পাশে নেই আপন মানুষ?
আহ??
করোনায় কুমিল্লা মেডিকেলে একজন রোগী ছটফট করে মারা গেলো। মৃত্যুর সময় পাশে পায়নি আপনজনদের সহায়তা৷
তাই ছটফট করা অবস্থায় মৃত্যু হয৷ তার হাত, পা এবং মাথাটাও কেউ সোজা করেতেৱআসে নি৷ আহ কেমন জীবন যাপন করছি আমরা? কার জন্যে এতো ধন সম্পদ!
যাদের জন্যে নিজের জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছি তারা কি আমাদের পাশে থাকবে বা থাকছে? তাহলে কেন দুনিয়ার প্রতি এত আগ্রহ,আবেগ!
আসুন সবাই আখেরাত মুখী হই!
হে আল্লাহ আমাদের সকলকে মাফ করুন।
